Site icon Jamuna Television

‘মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ করা হবে না’

মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ করা হবে না বলে মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ মন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, আদালতের আদেশ অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় পদ শূন্য থাকলে সাধারণ মেধা তালিকা থেকে পূরণে বাধা নেই। তাই মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ করা হবে না বলে বিশ্বাস করেন মন্ত্রী। এজন্য মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগনের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তিনি।

কোটা নিয়ে আপিল বিভাগের রায় অগ্রাহ্য বা উপেক্ষা করলে তা আদালত অবমাননার শামিল হবে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সরকার গঠিত কমিটি এ ব্যাপারে সচেতনতার সাথে সিদ্ধান্ত নেবে বলে আশা করেন তিনি।

Exit mobile version