হোঁচট খেতে খেতে জয়ের দিকে এগোচ্ছে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

মিরপুরে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দ্বৈরথে ভারতের দেয়া ১৮৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোর ২৯ ওভারে ৪ উইকেটে ১১০ রান। প্রথম বলেই আউট হয়ে মাঠ ছাড়েন নাজমুল শান্ত। এরপর সাকিব, লিটন ও এনামুলের উইকেট হারিয়েছে বাংলাদেশ। এখন ক্রিজে আছেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম।

লক্ষ্য নাগালের মধ্যেই। মনঃসংযোগ ধরে রেখে দেশের মাটিতে ভারতকে হারানোর সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। তবে ১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পরিষ্কার আধিপত্য দেখাতে পারেনি টাইগার ব্যাটাররা। উল্টো, প্রধান ভূমিকায় আবারও দেখা যাচ্ছে মিরপুরের পিচকে। ইনিংসের প্রথম বলেই দীপক চাহারের শিকার হন নাজমুল শান্ত। তিন নম্বরে ব্যাট করতে নামা এনামুল বিজয়কে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ২৬ রান যোগ করেন লিটন দাস।

মোহাম্মদ সিরাজ এই জুটি ভাঙলে উইকেটে আসেন বাংলাদেশের বোলিংয়ের নায়ক সাকিব আল হাসান। লিটন দাসের সাথে সাকিবের জুটিতে আসে মূল্যবান ৪৮ রান। ওয়াশিংটন সুন্দরের বলে উইকেটের পেছনে লোকেশ রাহুলের তালুবন্দি হওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক লিটন খেলেন ৬৩ বলে ৪১ রানের চমৎকার ইনিংস। অন্যদের তুলনায় আক্রমণাত্মক খেলতে থাকা সাকিব আউট হন ভিরাট কোহলির দর্শনীয় ক্যাচে। ওয়াশিংটন সুন্দরের দ্বিতীয় শিকার হওয়ার আগে সাকিবের ব্যাট থেকে আসে ৩৮ বলে ২৯ রানের ইনিংস।

এর আগে, সাকিব আল হাসান ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৮৬ রানে থামে ভারতের ইনিংস। আন্তর্জাতিক ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট দখলের কৃতিত্ব গড়েন সাকিব। পাশাপাশি এবাদত হোসেন নেন ৪ উইকেট। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের দিনে লোকেশ রাহুল করেন ৭৩ রান।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply