সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকার বিরোধী বিক্ষোভ, নিহত কমপক্ষে ২

|

সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিরল সরকার বিরোধী বিক্ষোভ-সহিংসতায় কমপক্ষে দু’জন প্রাণ হারিয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জন। এ তথ্য নিশ্চিত করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রোববার (৪ ডিসেম্বর) সোয়েদা শহরের প্রশাসনিক ভবনের বাইরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন ক্ষুব্ধ জনতা। এ সময় নিত্যপণ্য-খাবার ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্লোগান দেন তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, আসাদ প্রশাসনের অবহেলার কারণেই বিদ্যুৎ সংকটে ভুগছে সাধারণ মানুষ। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিও ছিল বিক্ষোভকারীদের কণ্ঠে। এ সময় সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ-সহিংসতা ছড়ায়। এ সহিংসতায় প্রাণ হারান পাঁচ লাখের বেশি মানুষ। আর বাস্তুচ্যুত হয়েছে দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply