রাশিয়ার দক্ষিণাঞ্চলে কাস্পিয়ান সমুদ্রতটে আড়াই হাজারের বেশি সিলসের মরদেহ উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবীরা। বার্তা সংস্থা এপির।
রোববার (৪ ডিসেম্বর) আঞ্চলিক পরিবেশ সুরক্ষা কেন্দ্র সিইপিসি জানিয়েছে, সিলগুলোর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এমনকি বড় কোনো প্রাণীর আক্রমণ বা মাছ ধরার জালে আটকা পরারও প্রমাণ নেই। দু’সপ্তাহ আগে অজ্ঞাত কারণে মারা গেছে প্রাণীগুলো। যা ঢেউয়ের সাথে গেল দুই তিন দিন ধরে ভেসে আসছে সমুদ্রতটে। মৃত্যুর আসল কারণ জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।
২০০৮ সালে কাস্পিয়ান সাগরের সিলকে বিরল প্রাণীদের তালিকাভুক্ত করা হয়। জানানো হয়, বর্তমানে এই প্রজাতির ৭০ হাজার সিল রয়েছে রুশ সমুদ্রাঞ্চলে। এক শতাব্দী আগেও সংখ্যাটি ছিল ১০ লাখের বেশি।
ইউএইচ/
Leave a reply