আরব দেশ বাহরাইন সফরে গিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আহ্বান জানিয়েছেন ইহুদি-মুসলিম সম্প্রীতির। খবর আল জাজিরার।
রোববার (৪ ডিসেম্বর) মানামা বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ আল জায়ানি। পরে সাক্ষাৎ করেন রাজা হামাদ বিন ইসা আল খলিফার সাথে। মানামার গুদাইবিয়া প্রাসাদে বৈঠক করেন তারা। নিজের বাহরাইন সফরকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট হারজগ।
রাজা হামাদের সাথে আলোচনায় দাবি করেন, নবী ইব্রাহিম আ: এর উত্তরসূরি হিসেবে ইহুদি ও মুসলিমদের মধ্যে শান্তি প্রক্রিয়ার স্বপ্ন দেখেন তিনি।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির অংশ হিসেবে স্বাভাবিক হয় বাহরাইন-ইসরায়েল সম্পর্ক। একই প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও সুদানের সাথেও কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ইসরায়েলের।
এটিএম/
Leave a reply