মানুষ বেশি দেখানোর জন্য বিএনপি পল্টনের রাস্তায় সমাবেশ করতে চায় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে কৃষিবিদ ইনন্সটিটউটে বিশ্ব মৃত্তিকা দিবসের সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে চায় না। কারণ মানুষ বুঝে ফেলবে লোক হয়নি।
দেশকে অস্থিতিশীল করতে নৈরাজ্য সৃষ্টির জন্যই বিএনপি চক্রান্ত করছে বলে এ সময় উল্লেখ করেন কৃষিমন্ত্রী। তিনি আরও বলেন, ১০ তারিখ সমাবেশ করে এক সেকেন্ডের জন্য বিএনপি কিছু করতে পারবে না। বেগম খালেদা জিয়া ইনকাম ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য ৩৩ লাখ টাকা জরিমানা দিয়েছিল। যদি একটি দেশের প্রধানমন্ত্রীই ট্যাক্স ফাঁকির জন্য জরিমানা দেয়, তাহলে দেশের অর্থনীতি সচল থাকবে কীভাবে।
/এমএন
Leave a reply