অনেক জনকে ক্ষমা করে দিয়েছি, আমার ভাইকেও ক্ষমা করেছি: ওবায়দুল কাদের

|

কোনো বিরোধ রাখতে চাই না। অনেক জনকে ক্ষমা করে দিয়েছি, আমার ভাইকেও ক্ষমা করেছি; এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৫ ডিসেম্বর) নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। নোয়াখালীর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাই, অস্তিত্বের জন্যই ঐক্য প্রয়োজন। খেলা হবে স্লোগান ফখরুল ও কারো কারো পছন্দ নয়, তবু এটা দিয়ে যাবো। কারণ মানুষ এটা গ্রহণ করেছে।

এই ত্রি-বার্ষিক সম্মেলনে সকাল থেকেই দলে-দলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস। শহরজুড়ে সাজ-সাজ রব। সম্মেলনে যোগ্য ও ত্যাগীদের মূল্যায়নের প্রত্যাশা তৃণমূলের। এর আগে ২০১৯ সালের ২০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply