চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রীয় নেতাদের সামনেই কৃষক লীগ কর্মীদের সংঘর্ষ

|

সম্মেলনে জেলা কৃষক লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ।

স্টাফ করেসপনডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনেই সংঘর্ষে জড়ালো কর্মীরা। ভাঙচুর করা হয় সম্মেলনস্থলে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পৌর পার্কের সম্মেলনে মঞ্চে বসাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জায়গা দখলকে কেন্দ্র করে পৌর মেয়র মোখলেসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ ও কৃষক লীগের কর্মীরা দুই নেতার পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মঞ্চের ভেতরে ও বাইরে ভাঙচুর চালায় উত্তেজিত নেতাকর্মীরা। এসময় সম্মেলনস্থলে আওয়ামী লীগ ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তবে সম্মেলনের অধিবেশন ফের শুরু করতে গেলে বাইরে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। দফায়-দফায় সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply