জনসভা সড়কে নয়, ময়দানে হয়: তথ্যমন্ত্রী

|

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

জনসভা সড়কে নয়, ময়দানে হয়। যারা আগুন সন্ত্রাস করে, তারাই অস্থিরতা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকির সাথে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, ডিসেম্বরে নিরাপত্তার কারণেই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকে। সরকার শুধু আসামিদের ধরছে।

ড. হাছান মাহমুদ আরও বলেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা কাজ করুক জাপান তা চায়। এ সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফর নিয়ে কাজ করছে জাপান। এ মাসের শেষে সফর হতে পারে বলেও জানান এই রাষ্ট্রদূত।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply