সংকটের মধ্যেও ভ্যাটে সন্তোষজনক প্রবৃদ্ধি হয়েছে। গেল নভেম্বর মাসে একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বাড়তি ভ্যাট আদায় হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) লটারি ড্র অনুষ্ঠানে এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ড. মইনুল খান। বলেন, রাজস্ব আয়ের গতি বাড়াতে কাজ করছেন কর্মকর্তারা।
মইনুল খান জানিয়েছেন, ইএফডি প্রচলন হওয়ার ফলে ভ্যাটের পরিমাণ বেড়েছে। তাই এই কার্যক্রমের পরিধি আরও বাড়াতে কাজ করছে এনবিআর।
যন্ত্রের মাধ্যমে ভ্যাট দিতে উৎসাহিত করতে প্রতিমাসেই এই লটারির আয়োজন করছে এনবিআর। এর ধারাবাহিকতায় গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ইস্যুকৃত চালানের ওপর এবারের লটারির ড্র অনুষ্ঠিত হয়। ২০২০ সালের ২৫ শে আগস্ট থেকে এখন পর্যন্ত ৮ হাজার ৩শ’ ৯৯টি ইএফডি মেশিন বসানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে আরও ৩ লাখ মেশিন বসানো হবে।
/এমএন
Leave a reply