ছাত্রলীগের সম্মেলন উপলক্ষ্যে আগামীকাল বন্ধ থাকবে রাজধানীর যেসব রাস্তা

|

ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর)। ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে এ উপলক্ষ্যে প্রায় সব ধরনের প্রস্তুতিই শেষ হয়েছে। কাল যানজট এড়াতে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

ডিএমপির ট্রাফিক-রমনা বিভাগ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ছাত্রলীগের সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত রাজধানীর কাটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাবি মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাবি ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং এলাকায় সকল প্রকার যানচলাচল বন্ধ থাকবে।

তাই কাল সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকায় চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে ভিন্ন বা বিকল্প রাস্তায় চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply