ফরিদপুর প্রতিনিধি
‘জঙ্গীবাদের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গিকার’ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে মাদককে লাল কার্ড দেখিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে ফরিদপুর জেলা পুলিশ।
ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে ‘আসুন সবাই মিলে সমাজ থেকে মাদককে লাল কার্ড দেখাই, মাদক মুক্ত ফরিদপুর গড়ি’ প্রতিপাদ্য নিয়ে বুধবার দুপুর সোয়া ১২ টার দিকে কোতোয়ালী থানার সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জনতা ব্যাংকের মোড় হয়ে মুজিব সড়ক দিয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, আতিকুর রহমান, সহকারি পুলিশ সুপার আনিছুজ্জামান, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম, টি আই আমিনুর রহমান, খুরশিদ আলমসহ প্রায় তিন শতাধিক পুলিশ সদস্য।
এদিকে পুলিশের এমন আয়োজনে মুগ্ধ ফরিদপুরে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। এই আয়োজনে পুলিশকে সাধুবাধ জানিয়েছে তারা।
Leave a reply