বিশ্বকাপ ফুটবলের আজকের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় রাত ১২টায় খেলাটি শুরু হবে। এই ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই। তাদের প্রশ্ন, ৫২ বছরের আক্ষেপ গুছবে ইংলিশদের নাকি প্রথমবারের মতো ফাইনালে ওঠে রেকর্ড গড়বে ক্রোয়েটরা। উত্তর পেতে হলে চোখ রাখতে হবে মস্কোর লুঝিনিক স্টেডিয়ামে। অপেক্ষা করতে হবে খেলা শেষ হওয়া পর্যন্ত।
গ্রুপ পর্ব থেকেই দারুণ ফর্মে থাকা ক্রোয়েশিয়া অভিজ্ঞতায় কিছুটা এগিয়ে। তারকায় ঠাসা মিডফিল্ডারদের ঔজ্জ্বল্য নিয়ে মাঠে নামবে ক্রোয়াটরা। যেখানে রিয়াল-বার্সার দুই তারকা লুকা মদ্রিচ আর ইভান রাকিটিচ ইংলিশদের বল নিয়ন্ত্রণ এর পথে বড় বাধা হয়ে দাঁড়াবেন। সেই সাথে স্ট্রাইকার মাঞ্জুকিচ ভয়ংকর হয়ে উঠতে পারলে ইংল্যান্ডের কঠিন পরীক্ষা নেবে ৯৮ বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটি।
অন্যদিকে ইংল্যান্ডের বড় ভরসা অধিনায়ক হেরি কেইন। গত ম্যাচে গোল না পেলেও ক্রোয়েশিয়ার বিপক্ষে কোচ গ্যারেথ সাউথগেটের পরিকল্পনার তুরুপের তাস হবেন তিনি। টগবগে এই তরুণ বিশ্বকাপের ৪ ম্যাচে করেছেন সর্বোচ্চ ৬ গোল।
তবে দল দুইটির মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। দুই দলের এখন পর্যন্ত ৭ বারের দেখায় ইংলিশদের জয় ৪টিতে। বিপরীতে মাত্র ২টিতে জিতেছে ক্রোয়েশিয়ার। ড্র হয়েছে একটি ম্যাচ।
বিশ্বকাপের এবারের আসরে ৫ ম্যাচে ক্রোয়েশিয়া গোল করেছে ১০টি। হারেনি একটি ম্যাচ। অপরদিকে ইংলিশদের ৫ ম্যাচে হার রয়েছে একটিতে। ৪ জয় আর এক ড্রয়ে দলটি প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ১১টি।
বিশ্বকাপে এটিই প্রথম মুখোমুখি লড়াই দুইদলের। এর আগে ২০০৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ৪-২ গোলের জয় পায় ইংলিশরা। সর্বশেষ ২০০৯ সালে শেষ দেখায়ও জয় ছিলো ইংলিশদের।
এদিকে ইংলিশদের বিপক্ষে ক্রোয়েটদের বড় জয়টি এসেছে ২০০৭ সালে। যেখানে ৩-২ ব্যবধানের জয় পেয়েছিলো ক্রোয়েশিয়া। আর ২০০৯ সালে ক্রোয়েটদের বড় ব্যবধানে হারায় ইংল্যান্ড। সেই লড়াইয়ে ব্যবধান ছিলো ৫-১।
যমুনা অনলাইন: এফএম
Leave a reply