Site icon Jamuna Television

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার দ্রুত বিচার চেয়ে সহপাঠীদের বিক্ষোভ

বুয়েট শিক্ষার্থী ফারদিন নুর পরশ হত্যার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে বুয়েট ক্যাম্পাসে এ বিক্ষোভে অংশ নেয় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও রহস্য উদ্ঘটন না হওয়ায় ক্ষোভ জানান তারা।

এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, তদন্তের এই দীর্ঘসূত্রিতায় আশাহত তারা। তাছাড়া তদন্তকারী সংস্থা ডিবি এবং ছায়া তদন্তকারী সংস্থা র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে আসা পরস্পরবিরোধী তথ্যের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন বুয়েটের এসব শিক্ষার্থী।

শিক্ষার্থীদের এই কর্মসূচিতে অংশ নেন নিহত ফারদিনের বাবা কাজী নূর উদ্দিনও। এ সময় হতাশা প্রকাশ করে তিনি বলেন, এতো দিনেও পরিকল্পিত এই হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়া দুঃখজনক। সঠিক তদন্ত করে দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের আস্থা বাড়বে। এ ঘটনার সঠিক বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তিনি।

এসজেড/

Exit mobile version