রাখাইনে গত এক মাসে জ্বালিয়ে পুড়িয়ে দেয়া জনপদের সব জমিজমা মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণে থাকবে।
‘গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার’ নামের এক পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার রাখাইনের রাজধানী সিতওয়েতে এক মিটিং শেষে এ কথা জানিয়েছেন দেশটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী উইন মিয়াত।
তিনি বলেন, মিয়ানমারের আইন অনুযায়ী কোনো জমি পুড়ে গেলে তার ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়ে যায়। রাখাইনের আগুনে ক্ষতিগস্ত জনপদও তাই সরকারি ব্যবস্থাপনার আওতায় নেয়া হবে।
উইন মিয়াত জানান, পুড়ে যাওয়া এলাকায় পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে সে পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। রোহিঙ্গারা দেশে ফিরলে, তারা এসব জমি আদৌ ফিরে পাবে কিনা সে বিষয়েও কোনো মন্তব্য করেননি তিনি।
স্যাটেলাইটে পাওয়া চিত্র দেখে মানবাধিকার সংস্থাগুলো বলছে, গত একমাসে রাখাইনে চারশোরও বেশি রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছে। মিয়াতের এমন বক্তব্যের পর, এসকল রোহিঙ্গা নিজ এলাকায় ফিরে গেলে জমি ফেরত পাবে কিনা সেটি নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
যমুনা অনলাইন: আরএম
Leave a reply