‘ভাসমান সোলার প্যানেল থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা করছে সরকার’

|

তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ফাইল ছবি।

সমুদ্রে ভাসমান সোলার প্যানেল থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা করছে সরকার। এ পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন পরিবেশ ও অর্থনীতির জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে গ্রীন এনার্জি ট্রানজিশনে বিনিয়োগ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। বলেন, বর্তমান বাস্তবতায় ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে সোলারের তুলনার সময় হয়নি। সরকারের লক্ষ্য কম দামে সবার কাছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছানো। ইউরোপীয় ইউনিয়ন থেকে কপ-২৭ এ পাওয়া অঙ্গীকারের যথাযত বাস্তবায়ন চায় বাংলাদেশ। এতে নবায়যোগ্য জ্বালানির ক্ষেত্রে দুই পক্ষের প্রত্যাশা পূরণ হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করছে সরকার। দেশের মোট জ্বালানির ৪০ শতাংশ নবায়নযোগ্যে উন্নীত করতে কাজ করছে সরকার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply