স্পেনের মুখোমুখি মরক্কো, কে এগিয়ে

|

ছবি: সংগৃহীত

এডুকেশন সিটি স্টেডিয়ামে শেষ আটে যাওয়ার লড়াইয়ে শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে মরক্কো। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

ওয়ালিদ রেগরাগুইয়ের কোচিংয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে অপরাজিত মরক্কো। এবারের আসরে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে কানাডার বিপক্ষে কেবলমাত্র একটি গোল হজম করেছে তারা। স্পেনও আছে দারুন ফর্মে। সব মিলিয়ে ১৬তম বিশ্বকাপে খেলছে সাবেক চ্যাম্পিয়নরা।

এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে দল দু’টি খেলেছে তিনটি ম্যাচ। যেখানে দুটিতে জয় স্পেনের আরেকটি ড্র। বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো দেখা হতে যাচ্ছে স্পেন ও মরক্কোর। ২০১৮ সালে রাশিয়া আসরে গ্রুপ পর্বে দুই দলের লড়াই ড্র হয়েছিলে ২-২ গোলে। এবারের লড়াইটা নকআউটে তাই বিকল্প ভাবনার সুযোগ নেই।

স্পেনের একাদশ: উনাই সাইমন, মার্কোস লোরেন্তে, আয়মেরিক লাপোর্তে, জর্ডি আলবা, রদ্রি, পেদ্রি, সার্জিও বুসকেটস, গাভি, মার্কো অ্যাসেনসিও, দানি অলমো ও ফেরান তোরেস।

মরক্কোর একাদশ: ইয়াসিন বুনো, নায়েফ আগুয়ের্ড, আশরাফ হাকিমি, রোমেইন সাইস, নৌসাইর মাজরাউই, সোফিয়ান আমরাবাত, সেলিম আমাল্লাহ, আজজেদিন ওনাহি, সোফিয়ান বোফাল, ইউসেফ এন-নেসিরি ও হাকিম জিয়েশ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply