আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ৭

|

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ প্রদেশে মঙ্গলবার রাস্তায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে। পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারীরা একটি বাসে করে সকালে কাজে যাওয়ার সময় এ বোমার বিস্ফোরণ ঘটে। খবর রয়টার্সের।

প্রাদেশিক রাজধানী মাজার-ই-শরিফের পুলিশ বিভাগের মুখপাত্র আসিফ ওয়াজিরি জানিয়েছেন, বোমাটি রাস্তার একপাশে রাখা একটি মালবাহী গাড়িতে পেতে রাখা হয়েছিল। বাসটি সেখানে আসামাত্র বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।এ বিস্ফোরণে আরও ৬ জন আহত হয়েছেন।

গত বছর আগস্টে ফের ক্ষমতা নেয়ার পর থেকে তালেবান দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করলেও দেশটিতে একের পর এক বোমা বিস্ফোরণের ও হামলার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এ পর্যন্ত সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ এ ধরনের বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।

চলতি মাসের শুরুর দিকে মাজার-ই-শরিফের আইবেক এলাকার একটি মাদরাসায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত ও আরও ২৪ জন আহত হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply