ফিরে গেলেন বিজয়-লিটন ও শান্ত

|

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই চাপে পড়েছে বাংলাদেশ। ওপেনার বিজয়ের পর পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ফিরে গেছেন টাইগার অধিনায়ক লিটন দাস। দলীয় ৩৯ রানে সিরাজের ইনসুইঙ্গার লেন্থে করা বলে বোল্ড আউট হয়ে ফিরে যান লিটন। ২৩ বলে এক চারে ৭ রান করে ফেরেন তিনি।

তারপরেই উমরানের গতির কাছে নিজের উইকেট বিলিয়ে সাজঘরে ফেরেন শান্ত। ৩৫ বলে ২১ রান করে আউট হন তিনি।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ইংনিসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান টাইগার ওপেনার বিজয়। ভারতকে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ সিরাজ।

বিজয়-লিটন ও শান্ত ফিরে গেলেও মুশফিক ও সাকিবের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ১৬ ওভার শেষে টাইগারদের তিন উইকেটে ৬৪ রান।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply