হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রথম এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করলো আফগানিস্তানের ক্ষমতা দখলকারী তালেবান। মৃত্যুদণ্ড কর্যকরের সময় সেখানে ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। খবর রয়টার্সের।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, অভিযুক্ত ব্যক্তি ২০১৭ সালে দেশটির পশ্চিমাঞ্চলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। এরপর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদনপ্রাপ্ত তিনটি আদালতের মাধ্যমে তার বিচার কাজ সম্পন্ন হয়। তবে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কীভাবে কার্যকর করা হয়েছে তা জানাতে রাজি হননি তালেবান মুখপাত্র।
তালেবান মুখপাত্র মুজাহিদ আরও বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের সময় একাধিক উচ্চপদস্থ তালেবান কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে গেল মাসে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের একজন মুখপাত্র তালেবানের প্রতি প্রকাশ্যে বেত্রাঘাতের নিয়ম বন্ধের আহ্বান জানান। এছাড়া একই মাসে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা বিচারকদের সাথে করে তাদের শরিয়া আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ শাস্তি প্রদানের নির্দেশ দেন।
এটিএম/
Leave a reply