অভ্যুত্থানের চেষ্টার ঘটনায় জার্মানিতে চলছে তোলপাড়। সরকার উৎখাতের প্রচেষ্টার সাথে সম্পৃক্ততার অভিযোগে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে অন্তত ২৫ জনকে। খবর বিবিসির।
কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, জার্মানির উগ্র ডানপন্থী এবং সাবেক সামরিক কর্মকর্তারা অভ্যুত্থানের এ পরিকল্পনা করছিলেন। জার্মান পার্লামেন্টে অধিবেশন চলাকালে হামলা চালানোর লক্ষ্য ছিলো তাদের।
জানা গেছে, প্রজাতন্ত্র উৎখাতের পাশাপাশি ১৮৭১ সালের জার্মানির আদলে একটি নতুন রাষ্ট্র গঠনের পরিকল্পনা ছিলো তাদের। ষড়যন্ত্রকারীদের মধ্যে চরমপন্থী গোষ্ঠী হিসেবে পরিচিত ‘রাইখসবার্গ আন্দোলন’ এর সদস্যরাও রয়েছেন। দীর্ঘদিন ধরেই সহিংসতা, উস্কানি এবং বর্ণবাদী হামলার জন্য সংগঠনটি কালো তালিকাভুক্ত।
এরইমধ্যে, হেনরিখ নামের ৭১ বছর বয়সী এক ব্যক্তি এ পরিকল্পনার মূল হোতা ছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। অভ্যুত্থান প্রক্রিয়ার সাথে অন্তত ৫০ জন জড়িত আছেন বলে জানানো হয় জার্মান পুলিশের পক্ষ থেকে।
/এসএইচ
Leave a reply