সমাবেশ বানচাল করতে পরিকল্পিতভাবে হামলা করেছে: মির্জা ফখরুল

|

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশ ঢুকতে না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন। বলেন, বিএনপির সমাবেশ বানচাল করতে সরকার পরিকল্পিতভাবে হামলা করেছে। কার্যালয়ের ভেতর বোমা উদ্ধারের নাটক করে দলটির নেতাকর্মীদের গ্রেফতার করার নাটক সাজানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, গতকাল বুধবারের সংঘর্ষের পর আজ থমথমে রয়েছে নয়াপল্টানের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকা। রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ বা সেখান থেকে বের হতে কাউকে দেখা যায়নি।

সংঘর্ষের পরপরই রাজধানীর নাইটেঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ও গণমাধ্যমকর্মী ছাড়া ওই এলাকায় কেউ প্রবেশ করতে পারছেন না। পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ব্যারিকেড থাকবে।

রাতেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে ঝুলানো সব ব্যানার পোস্টার পরিষ্কার করেছে সিটি করপোরেশনের কর্মীরা। বুধবারের সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply