বিধানসভা নির্বাচনে গুজরাটে বিজেপির রেকর্ড, হিমাচলে এগিয়ে কংগ্রেস

|

নরেন্দ্র মোদির ঘাঁটি হিসেবে পরিচিত গুজরাটের বিধানসভা নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন দল বিজেপি বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে। বৃহস্পতিবার বিকেল নাগাদ মিলবে পূর্ণাঙ্গ ফলাফল।

সর্বশেষ ফলাফলে গেরুয়া শিবির এখন পর্যন্ত গুজরাটে ১৮২টি আসনের মধ্যে ১৫৫টি আসন জিতেছে। যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৯২টি আসন। আর গতবারের শক্তিশালী প্রতিপক্ষ কংগ্রেস পেয়েছে মাত্র ২০টি আসন। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হয়। প্রথমেই এগিয়ে যায় বিজেপি। বিধানসভা নির্বাচনে জয়ী হলে মোদি-শাহের বিজেপি টানা সাতবার গুজরাট শাসনের দায়িত্ব পাবে।

নির্বাচন কমিশনের সূত্রে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গুজরাটে বিজেপি প্রায় ৫৪.৬ শতাংশ ভোট পাচ্ছে, কংগ্রেস ২৬.৪৯ শতাংশ এবং এএপি ১২.৮৫ শতাংশ ভোট পেয়েছে। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে, গেরুয়া শিবির গুজরাটে ৯৯টি আসন নিয়ে ক্ষমতায় এসেছিল। এটি ছিল বিজেপির সর্বনিম্ন আসন।

এদিকে, হিমাচল রাজ্যে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্রেসের সাথে। ৬৮ আসনের বিধানসভায় সরকার গঠনে প্রয়োজন ৩৫ আসন। এখন পর্যন্ত গণণাকৃত ভোট অনুযায়ী ৩৯ আসনে এগিয়ে কংগ্রেস। অন্যদিকে, বিজেপি ২৬ আসন রেখেছে নিয়ন্ত্রণে। দুটি রাজ্যেই তৃতীয় অবস্থানে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply