বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ম্যানডৌস’ মোকাবেলায় ভারতের ৩ রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। জাতীয় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে তামিলনাড়ুর উত্তরাঞ্চল, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণে সতর্কতা জারি করা হয়। ১৬টি জেলায় নেয়া হয়েছে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি।
মূলত, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এখন পরিণত হচ্ছে প্রলয়ঙ্কারী সাইক্লোনে। বৃহস্পতিবার দুপুর নাগাদ ভূখণ্ডে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি। এসময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটারের বেশি।
ভারতের আবহাওয়া অধিদফতর বলছে, আগামী ১০ ডিসেম্বর সবচেয়ে খারাপ আবহাওয়া দেখতে পারে উপকূলবর্তী রাজ্যগুলো। ঝড়ের প্রভাবে ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে ৩৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, শিগগিরই রাজ্যটিতে জারি করা হতে পারে রেড অ্যালার্ট। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে এনডিআরএফ।
এসজেড/
Leave a reply