বড়দিনের কিছুদিন আগেই জ্বলে উঠল বিশ্বের সর্ববৃহৎ ক্রিসমাস ট্রি। যা শোভা পাচ্ছে ইতালির গুব্বিও শহরে। খবর এপির।
মধ্যযুগীয় শহরটিতে ৩শ’ লাইট দিয়ে তৈরি করা হয়েছে ক্রিসমাস ট্রির অবয়ব। উচ্চতা আড়াই হাজার ফুটের কাছাকাছি এবং প্রস্থে ১৪শ’ ফুট। গাছটি সাজাতে সাড়ে আট কিলোমিটার দীর্ঘ বৈদ্যুতিক তার লেগেছে। বুধবার (৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে জ্বালানো হয় আলো।
১৯৮১ সাল থেকে এনগিনো পর্বতে পরিকল্পিত বনায়নের মাধ্যমে তৈরি করা হয়েছে এই ক্রিসমাস ট্রি। প্রতিবছর বিভিন্ন দেশের পর্যটকরা আসেন এই সৌন্দর্য উপভোগে।
এটিএম/
Leave a reply