ঝিনাইদহে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

|

ঝিনাইদহে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। পুলিশ বলছে, নিহত নুরুল ইসলাম ওরফে নুরু ডাকাত দলের সর্দার।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মহেশপুর থানার পুলিশ গতরাতে পুরন্দপুরে টহলে গেলে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি দেখতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় ডাকাতরা গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। লাশ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে। নিহত ডাকাত সর্দারের নামে একাধিক মামলা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply