তিনদিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রিয়াদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা। খবর রয়টার্সের।
এসময় তাকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা এবং গার্ড অব অনার। গেলো ৬ বছরের মধ্যে এটাই জিনপিংয়ের প্রথম সৌদি সফর। বাদশাহ সালমান এবং যুবরাজের সাথে করবেন বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, দু’দেশের অভিন্ন উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা হবে, এমনটা জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি সৌদি আরবে ৩ হাজার কোটি ডলারের বিনিয়োগে চুক্তি করবে চীন।
তেল উৎপাদন এবং তাইওয়ান ইস্যুতে বেশ কিছুদিন ধরেই ওয়াশিংটনের সাথে চলছে দুটি দেশের বিরোধ। সে কারণেই যুক্তরাষ্ট্রের অভিযোগ, বিনিয়োগের মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের চেষ্টা করছে চীন।
এটিএম/
Leave a reply