সমাবেশের বিকল্প স্থানের প্রস্তাব বিএনপির, আপত্তি নেই ডিএমপির

|

ডিএমপির সাথে বৈঠক করেছেন বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল।

সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টন নয়, বিএনপির সমাবেশ হবে কমলাপুর স্টেডিয়াম অথবা মিরপুর বাঙলা কলেজ মাঠে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে এক বৈঠক শেষে এমন কথা জানিয়েছেন বিএনপি নেতারা। পুলিশ বলছে, মাঠে সমাবেশ করতে চাইলে বাধা নেই।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের ছয় সদস্যের প্রতিনিধি দল। প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে তারা সাংবাদিকদের এসব কথা জানান।

বিএনপি নেতারা বলেন, দলের সিদ্ধান্ত হলো সোহরাওয়ার্দীতে সমাবেশ হবে না। অন্যদিকে পুলিশ রাস্তায় সমাবেশ করতে দেবে না। তাই বিকল্প জায়গা হিসেবে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজের প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে। আজ রাতে জায়গাগুলো পরিদর্শন করবেন বিএনপির সিনিয়র নেতারা। একই সাথে স্থানগুলো পরিদর্শন করা হবে পুলিশের পক্ষ থেকেও।

ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, বিকল্প স্থান হিসেবে মাঠে সমাবেশ করতে চাইলে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হবে না। দুটি বিকল্প স্থান নিয়েই আমরা একমত হয়েছি। এখন এ দুটি স্থান আমরাও পরিদর্শন করবো, তারাও (বিএনপি নেতারা) দেখবেন। এরপর এ দুটি স্থানের মধ্যে যেকোনো একটি নির্ধারিত হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply