রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির প্রায় ৪ লাখ নগদ অর্থসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করা করে পুলিশ। এ সময় তল্লাশি করে তাদের কাছে থাকা ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, জেলার সদর উপজেলার কল্যাণপুরের খোকন ব্যাপারীর ছেলে আজিজুল ব্যাপারী (৩৮) ও হোগলাডাঙ্গীর খোকন শেখের ছেলে মিজান শেখ (৩৮)। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে সদর থানার ওসি শাহাদাত হোসেন এ তথ্য জানান।
এ বিষয়ে, রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন জানান, গ্রেফতারকৃতরা অবৈধ মাদকদ্রব্য তাদের হেফাজতে রেখে খুচরা ও পাইকারিতে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।
এএআর/এটিএম/
Leave a reply