আগামী ১৪ জুলাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বিভিন্ন জেলায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জে সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে এক কর্মশালার আয়োজন করা হয়। ভিটামির এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা চান সিভিল সার্জন।
টাঙ্গাইলেও স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণমাধ্যমকর্মীদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। কর্মশালা অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরেও।
জয়পুরহাটে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জেলা নার্সিং ইন্সটিটিউটে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আগামী ১৪ জুলাই ৬ মাস থেকে ১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ শিশুকে ১ টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ৯৪ লাখ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
Leave a reply