শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেবার মহারণে আজ রাতে মুখোমুখি হবে বর্তমান ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড। আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।
ফরাসিদের বিপক্ষে বিশ্বকাপে শতভাগ সফল ইংলিশরা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১২ গোল করেছে ইংল্যান্ড। যৌথভাবে কোনো বড় টুর্নামেন্টে যা তাদের সর্বোচ্চ। বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১১ গোল এখন হ্যারি কেইনের। সেনেগালের বিপক্ষে জালের দেখা পেয়ে ইংলিশ অধিনায়ক ছাড়িয়ে গেছেন গ্যারি লিনেকারকে।
অন্যদিকে, ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপে আছেন দারুণ ফর্মে। ইংলিশদের স্বপ্ন একাই গুঁড়িয়ে দেবার সামর্থ রাখেন ৪ ম্যাচে ৫ গোল করা এই ফরোয়ার্ড। সেই সাথে ডেম্বেলে, গ্রীজম্যান, জিরুর মতো পরীক্ষিত তরাকারাও আছে ফ্রান্স শিবিরে।
ইংল্যান্ড ও ফ্রান্স এখন পর্যন্ত ৩১ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে ১৭ ম্যাচ জিতে অনেকটা এগিয়ে আছে ইংলিশরা। ফরাসিদের জয় কেবল ৯টিতে। বিশ্বকাপে স্রেফ দুইবার দেখা হয়েছে তাদের। দুইবারই জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড।
/এমএন
Leave a reply