বড় সংগ্রহের দিকে ছুটছে ভারত

|

ঈশান কিশানের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহরে পথে ভারত। চমৎকার সেঞ্চুরিতে বাংলাদেশি বোলারদের রীতিমতো ঘাম ঝড়াচ্ছেন বাঁহাতি এ ব্যাটার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩১ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫৭ রান। গত দুই ম্যাচে ভারতের বড় বিপর্যয়টা হয়েছিল ব্যাটিংয়ে। তৃতীয় ম্যাচে এসে সে চিত্রটা একেবারেই পাল্টে গেলো। টসে জিতে ব্যাটিংয়ে ভারতকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। আর দেখা মিললো ভারতের চিরচেনা রূপ। এর প্রধান কারিগর রোহিত শর্মার বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া ঈশান কিশান।

ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা আঙুলের চোটে বাংলাদেশ সফর থেকে ছিটকে যাওয়ায় তার জায়গায় সুযোগ পান ঈশান কিশান। একমাত্র সুযোগটাই দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন কিশান। ১৫ রানে প্রথম উইকেট হারানোর পরেও গত দুই ম্যাচের মতো দলকে ব্যাটিং বিপর্যয়ে পড়তে দেননি ঈশান। ঝড়ো ব্যাটিংয়ে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের চাপে রেখেছেন তিনি। আত্মবিশ্বাসী শুরুতে ৪৯ বলে ফিফটি তুলে নেওয়ার পর আরও ভয়ংকর হয়ে উঠেছেন বাঁহাতি এ ব্যাটার। এবাদত-মিরাজদের বাউন্ডারি ছাড়া করে পরের পঞ্চাশ রান করেছেন ৩৬ বলে। আর তাতে শেষমেষ বড় সাফল্য ধরা দিল ঈশানের ব্যাটে।

এর আগে শিখর ধাওয়ানকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই দলকে ব্রেক থ্রু এনে দেন আগের দুই ম্যাচের নায়ক। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যচ জিতে আগেভাগেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply