‘রেগে গেলে মেসি ভয়ঙ্কর হয়ে যায়’

|

ছবি: সংগৃহীত

বিনয়ী খেলোয়াড় হিসেবে মেসির খ্যাতি আছে। তবে এই খেলোয়াড় যখন রেগে যান তখন তিনি রুদ্র মূর্তি ধারণ করেন। তারই উদাহরণ দেখালেন নেদারল্যান্ডসের বিপক্ষে গোলের পর। গোল করার পর মেসি নেদ্যারল্যান্ডসের বেঞ্চের সামনে গিয়েই উদযাপনটা করেন।

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ লিড নিয়েও নির্ধারিত সময় শেষ হয় ২-২ সমতায়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জিতে সেমিতে পৌঁছে যায় আর্জেন্টিনা।

কিন্তু এই ম্যাচের আগে মেসিকে অনেক কটাক্ষ করেছেন ডাচ কোচ। তিনি বলেন, আর্জেন্টিনার পায়ে যখন বল থাকে না, মেসি তখন কিছুই করেন না। এটাকেই কাজে লাগাতে হতে হবে।

মূলত তার এই কথাতেই মেসি মাঠে রুদ্র মূর্তি ধারণ করেন। নিজে গোল করেন পাশাপাশি গোলে অ্যাসিস্টও করেন। ম্যাচ শেষে মেসি ডাচ কোচ ফন গাল এবং তার সহযোগীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন মেসি।

ম্যাচ শেষে তার সতীর্থ প্যারিদিস ও লাওতারো মার্টিনেজ মেসিকে নকল করে উদপযাপন করেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply