ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যাচেষ্টা মামলায় তিন আসামিকে ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। হামলার প্রায় ৪ বছর পর শুক্রবার (৯ ডিসেম্বর) এ রায় ঘোষণা করা হলো। খবর এএফপি’র।
খবরে বলা হয়েছে, ২০১৮ সালে রাজধানী কারাকাসে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় মাদুরোর ওপর ড্রোন হামলা চালানো হয়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্তদের তিনজনের মধ্যে দুইজন সাবেক সেনা কর্মকর্তা। তারা হলেন- অবসরপ্রাপ্ত মেজর জুয়ান কার্লোস মারুফো ও অবসরপ্রাপ্ত কর্নেল জুয়ার ফ্রান্সিসকো রদ্রিগেজ। অন্যজন হলেন মারিয়া দেলগাদো তাবস্কি। তাদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ, বিশ্বাসঘাতকতা ও অপরাধ সংঘটনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
এএআর/
Leave a reply