শুয়ামেনির দূরপাল্লার শটে ফ্রান্সের লিড

|

ছবি: সংগৃহীত

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ম্যাচের শুরুতেই এগিয়ে গেল ফ্রান্স। ম্যাচের ১৭ মিনিটে ফরাসি মিডফিল্ডার অরেলিয়া শুয়ামেনির দূরপাল্লার শটে পরাস্ত হন ইংলিশ গোলরক্ষক জর্দান পিকফোর্ড।

বুকায়ো সাকার পা থেকে নিজেদের ডি বক্সে বলের দখল নিয়ে উপামেকানো এগিয়ে যান বামপ্রান্ত ধরে। এমবাপ্পে, ডেম্বেলে, গ্রিজমান হয়ে বল পান শুয়ামেনি। ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার শুয়ামেনি।

ইংল্যান্ড একাদশ:

জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), লুক শ, হ্যারি ম্যাগুয়ার, জন স্টোনস, কাইল ওয়াকার, ডেকলান রাইস, জর্ডান হেন্ডারসন, জুড বেলিংহাম, বুকায়ো সাকা, ফিল ফোডেন,হ্যারি কেইন।

ফ্রান্স একাদশ:

লরিস (গোলরক্ষক), হার্নান্দেজ, উপামাকানো, ভারানে, জুলস কুন্দে, রাবিওত, শুয়ামেনি, এমবাপ্পে, গ্রিজম্যান, ডেম্বেলে, জিরু।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply