আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হওয়ার রেকর্ড ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। এবার সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডেও নাম লেখালেন পর্তুগীজ অধিনায়ক।
দোহার আল থুমামা স্টেডিয়ামে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। সেই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তিনি। কিন্তু সেই হৃদয় ভাঙা ম্যাচের ৫১তম মিনিটে বদলি নেমেই অনন্য এক রেকর্ড স্পর্শ করেন রোনালদো। কুয়েতের ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়ার ১৯৬ ম্যাচের রেকর্ডে ভাগ বসান সিআর সেভেন।
এবারের বিশ্বকাপে রোনালদো রেকর্ড গড়েছেন আরেকটি। ঘানার বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে অভিযান শুরুর ম্যাচে একটি গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েন।
/এমএন
Leave a reply