ব্রাজিলে আয়োজিত প্রথম বিশ্বকাপেই ঝরে রক্ত, সৃষ্টি হয় ‘মারাকানার দুঃস্বপ্ন’র মতো কালো অধ্যায়

|

ছবি: সংগৃহীত।

১৯৫০ সালে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের চতুর্থ আসর। এই আসরে আয়োজক দেশ ছিল ব্রাজিল। দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিল ফাইনাল রাউন্ডে হেরে যায় উরুগুয়ের কাছে। এমন হার মানতে না পেরে স্টেডিয়ামের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার পথ বেছে নেন অনেক ব্রাজিল সমর্থক। ফুডবলের ইতিহাসে এ ঘটনাকে ‘মারাকানার দুঃস্বপ্ন’ নামে পরিচিত।

ব্রাজিলে অনুষ্ঠিত ওই বিশ্বকাপের চতুর্থ আসরে নির্দিষ্ট কোনো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়নি। চারটি গ্রুপ থেকে ব্রাজিল, উরুগুয়ে, স্পেন ও সুইডেন এই গ্রুপ চ্যাম্পিয়নদের নিয়ে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। যেখানে পয়েন্টের মাধ্যমে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হয়েছিল।

চূড়ান্ত পর্বের প্রথম দুই ম্যাচেই ব্রাজিল বড় বড় জয় পায়। সুইডেনকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করে দেশটি। পরের ম্যাচে ৬-১ গোলে স্পেনকে হারায় সেলেসাওরা। যার ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল ব্রাজিল। তাই এ ম্যাচে নিয়ে বিশাল আগ্রহ ছিল ব্রাজিলিয়ানদের মধ্যে।

তবে দুর্ভাগ্যজনকভাবে ম্যাচটি হেরে যায় ব্রাজিল। আর সে ম্যাচে হারের বেদনা সহ্য করতে না পেরে বেশ কিছু ব্রাজিলিয়ান ভক্ত মারাকানার স্টেডিয়ামের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। ব্রাজিলের হৃদয়ভাঙা হারের এই ম্যাচ ইতিহাসের পাতায় স্থান করে নেয় ‘মারাকানাজো’ বা মারাকানার কান্না নামে।

১৯৫০ সালের ওই বিশ্বকাপের ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে উরুগুয়ে ও ব্রাজিলের লড়াই দেখতে রিও এর মারাকানা স্টেডিয়ামে ১ লাখ ৯৯ হাজার ৯৮৪ জন দর্শক উপস্থিত হয়েছিল। যা এখনও বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply