ভারতের হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথগ্রহণ করবেন, সুখভিন্দর সুখু। শনিবার (১০ ডিসেম্বর) তাকে নির্বাচন করে কংগ্রেস হাই-কমান্ড। খবর এএনআইয়ের
৫৮ বছর বয়সী সুখভিন্দর চারবার ছিলেন কংগ্রেসের রাজ্য প্রেসিডেন্ট। নিতান্ত বাস চালকের সন্তান হয়েও নিজ গুণে তিনি রাজনীতিতে দেখান চমক।
দলীয় সূত্রের তথ্য অনুসারে, তিনি রাহুল গান্ধির প্রিয়ভাজন। তবে প্রয়াত মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের সাথে ছিলো টানোপোড়েন। গেলো বছরই তিনি মৃত্যুবরণ করেন। তাই, বিধানসভা নির্বাচনে জয়ের পর বীরভদ্রের স্ত্রী প্রতিভা সিং মুখ্যমন্ত্রী পদ পাওয়ার জোরালো দাবি তোলেন। জানান, তাদের পরিবারের জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। প্রয়োজন ফুরানোয় তাদের দেয়া হয়নি শীর্ষ পদ।
তবে কংগ্রেসের বক্তব্য, দলে নেই প্রতিভার জনপ্রিয়তা। ৬৮ আসনের বিধানসভায় ৪০টিতে জয় পেয়েছে কংগ্রেস।
এটিএম/
Leave a reply