মরক্কোর জয়ে উচ্ছ্বসিত আরব বিশ্ব

|

বিশ্বকাপ ফুটবলে পর্তুগালের বিপক্ষে মরক্কোর ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত আরব বিশ্বের মানুষ। এই বিজয়কে সমগ্র আরব বিশ্বের অর্জন বলে আখ্যা দেয়া হয়। খবর রয়টার্সের।

প্রথম আরব ও আফ্রিকান দেশ হিসেবে মরক্কোর সেমিফাইনাল যাত্রার আনন্দ উদযাপিত হয় বেশিরভাগ আরব দেশে। ফিলিস্তিনের গাজা থেকে লিবিয়ার ত্রিপোলি— বাদ্য বাজিয়ে, নেচে, গেয়ে চলে উচ্ছ্বাস প্রকাশ। দোহার ফ্যান ফেস্টিভ্যালে উৎসবে যোগ দেয় আরব বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। ১-০ গোলে মরক্কোর জয় নিশ্চিতের পর রাজপথে নেমে আসে ফিলিস্তিনের মানুষ। অবরুদ্ধ গাজাতেও উল্লাস করে সাধারণ মানুষ। লিবিয়ার রাজধানী ত্রিপোলি, মিসরাতাসহ বহু শহরে মরক্কোর পতাকা হাতে উৎসবে শামিল হয় নাগরিকরা। তিউনিসিয়ার রাজধানী তিউনিসেও পতাকা হাতে মিছিল বের করে উল্লসিত সমর্থকরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply