বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সাত জ্যেষ্ঠ নেতার জামিন আবেদন শুনানি আগামীকাল সোমবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
রোববার (১১ ডিসেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে তাদের জামিন আবেদন করা হয়। বিএনপি নেতাদের আইনজীবী রেজাউল করিম চৌধুরী এ কথা জানান।
জামিনের জন্য আবেদন করা বিএনপি নেতাদের মধ্যে আছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামও।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শাহজাহানপুরের বাসা থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরদিন শুক্রবার তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে, অন্য বিএনপি নেতাদের বুধবার নয়াপল্টন থেকে গ্রেফতার করা হয়।
/এমএন
Leave a reply