ঘনিয়ে আসছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা নামার সময়। ৩২ দল থেকে আসরে টিকে আছে ৪ দল। ৬০ ম্যাচ খেলার পর এই সুপার ফোরে ওঠার সুযোগ পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা এবং কাতার বিশ্বকাপের চমক আফ্রিকার দেশ মরক্কো।
সোনালি ট্রফি নিজেদের ঘরে তুলতে মরিয়া চার দলই। কে কার বিরুদ্ধে লড়বে তা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। চলুন দেখে নেয়া যাক কে কার মুখোমুখি হচ্ছে ফাইনালে ওঠার দৌড়ে।
কোয়ার্টার ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছে যায় ক্রোয়েশিয়া। আরেক ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ চার নিশ্চিত করে মেসির আর্জেন্টিনা। আগামী বুধবার (১৪ ডিসেম্বর) সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
অন্যদিকে রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকান প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সুপার ফোর নিশ্চিত করেছে মরক্কো। আরেক ম্যাচে উড়তে থাকা ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।
এক নজরে সেমিফাইনালের সময় সূচি:
১৪ ডিসেম্বর- আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া: রাত ১টা (বাংলাদেশ সময়)
১৫ ডিসেম্বর- ফ্রান্স বনাম মরক্কো: রাত ১টা (বাংলাদেশ সময়)
এএআর/ইউএইচ/
Leave a reply