হজযাত্রায় প্রায় প্রতিদিনই বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। আজও নির্ধারিত ১২টি ফ্লাইটের কোনটিই এখন পর্যন্ত ছেড়ে যায়নি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ বিমানের ৩টি এবং সৌদি এয়ারলাইন্সের ৯টি ফ্লাইট। ইমিগ্রেশন জটিলতায় এসব ফ্লাইট ছাড়তে কিছুটা দেরি হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে কর্তৃপক্ষের আশ্বাসের পরও গতকাল দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়। এ নিয়ে বাতিল হয়েছে মোট ১৯টি হজ ফ্লাইট। নানান জটিলতায় যাত্রী কম থাকায় ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হজযাত্রীদের অভিযোগ ভিসা জটিলতা থেকে শুরু করে মোয়াল্লেম ফি বৃদ্ধিসহ বেশ কিছু কারণে এই সংকট তৈরি হয়েছে।
Leave a reply