সেমিফাইনাল-ফাইনালের জন্য ফিফার নতুন বল আল-হিল্‌ম

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের বাকি আর চার ম্যাচ দুই সেমি আর ফাইনালের সাথে রয়েছে ৩য় স্থান নির্ধারনি ম্যাচ। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার আয়োজকরা নতুন বল মাঠে নামাচ্ছে। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আল রিহলা দিয়ে খেলা হলেও, সেমি থেকে আল-হিল্‌ম নামের বল দেখা যাবে মাঠে।

আল রিহলার মতই প্রযুক্তি দিয়ে ভরা আল-হিল্‌ম। যার অর্থ স্বপ্ন। এই বলটিতেও রয়েছে অফ-সাইড সেন্সর। এবারের বিশ্বকাপে নির্ভুলভাবে এই প্রযুক্তি ব্যবহার করে অফ-সাইড সিদ্ধান্তে সাফল্য পাওয়া গেছে।

কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চালানো আল রিহলা’র অর্থ ছিলো সফর। সবাই বিশ্বকাপের জন্য সফর শুরু করে আল রিহলা দিয়ে। ৩২ দেশ থেকে শিরোপার স্বপ্ন এখন টিকে আছে কেবল চার দলের। সেখান থেকেই বলটির নামকরণ করা হয়েছে আল-হিল্‌ম।

দেখতে কিছুটা ভিন্নতা আনা হয়েছে আল-হিল্‌ম’এ। তবে আল রিহলা’র মতই সেমি-অটোমেটেড প্রযুক্তি যুক্ত আছে আল-হিল্‌ম’এ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে হট ফেভারিট আর্জেন্টিনা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply