গোলবারের নিচে হুগো লরিস আর, সামনে হ্যারি কেইন। নিজ নিজ দেশের দুই অধিনায়কের দ্বৈরথ দেখেছে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ফ্রান্স ও ইংল্যান্ডের এই দুই খেলোয়াড় আবার ক্লাব সতীর্থও বটে। হ্যারি কেইনের পেনাল্টি মিস নিয়ে এবার তাই কথা বলেছেন হুগো লরিস। ব্যাখ্যায় বলেছেন, কীভাবে অতি গুরুত্বপূর্ণ সেই পেনাল্টি মিস করেছিলেন কেইন; যাতে শেষ হয়ে যায় ইংলিশদের বিশ্বকাপ যাত্রা।
হ্যারি কেইন এমন এক পেনাল্টি মিস করেছেন, যা হতে পারতো তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পটকিক। ক্লাব সতীর্থ হুগো লরিসকে সেই ম্যাচেই কিছুক্ষণ আগে পরাস্ত করেছিলেন স্পার্স সতীর্থ হ্যারি কেইন। কিন্তু এবার আর পারলেন না। বল উড়িয়ে মারলেন গোলবারের উপর দিয়ে।
সেই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুলেছেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস। ফরাসি দলের টুইটার অ্যাকাউন্টে তিনি বলেছেন, প্রথমত আমরা একে অপরকে খুব ভালো করেই চিনি। তাই নিজেকে বলেছিলাম, সে নিশ্চয়ই টেকনিকে পরিবর্তন আনবে। কিন্তু সে তার নিজের নিয়মেই কিক নেয়। আর দ্বিতীয় পেনাল্টিতে আমার অনুমান ঠিক ছিল। ঠিক দিকেই লাফিয়েছিলাম। সম্ভবত সে সময়টাতে বিশাল চাপ অনুভব করেছিল কেইন। তাই একটু বেশিই জোরে কিক নেয় সে। বেশি উঁচুতে হয়ে যায় তার শট। ম্যাচের সাপেক্ষে সেই মুহূর্তটি ছিল দারুণ গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: কেইনের পেনাল্টি মিসকে ‘ন্যায্য বিচার’ বললেন রাবিওত
/এম ই
Leave a reply