প্যারিসে ফ্রান্স-মরক্কো সমর্থকদের সংঘাত, গ্রেফতার অন্তত ৭৪

|

সমর্থকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ছে পুলিশ।

এবারের কাতার বিশ্বকাপ ফুটবল প্রেমীদের উপহার দিচ্ছে একের পর এক চমক। সেই ধারাবাহিকতায় পর্তুগালকে কাঁদিয়ে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকান কোনো দেশ হিসেবে সেমিফাইনালে খেলার কৃতিত্ব অর্জন করেছে মরক্কো। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। আর এ আনন্দ উদযাপন করতে গিয়ে প্যারিসের রাস্তায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর ডেইলি মেইলের।

শনিবার (১০ ডিসেম্বর) রাতে পর্তুগালের বিপক্ষে জয় নিশ্চিতের পর মরক্কোর অন্তত ২০ হাজার সমর্থক প্যারিসের বিখ্যাত চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউতে এসে জড়ো হন। তারা দেশটির পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে মেতে ওঠেন উদযাপনের আনন্দে। এরপরই ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে একই স্থানে হাজির হন ফ্রান্সের সমর্থকরাও। এক পর্যায়ে দু’দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

পরিস্থিতি এক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। পরে অন্তত ৭৪ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ফের সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply