পাকিস্তান সীমান্তে হঠাৎ আফগান সেনাদের গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের কমপক্ষে ৬ বেসামরিক নাগরিক। এ ছাড়া এক আফগান সেনা সদস্যেরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৭ জন গুরুতর আহত হয়েছেন। খবর রয়টার্সের।
রোববার (১১ ডিসেম্বর) চমন সীমান্তে ঘটে এ ঘটনা। আইএসপিআরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, চমন সীমান্তে আকস্মিকভাবে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, এ হামলার পেছনে কোনো উসকানিমূলক আচরণ ছিল না।
এ নিয়ে আফগানিস্তানের প্রতিরক্ষা বিভাগ থেকে বলা হয়েছে, চমন সীমান্তে একটি নতুন চেকপোস্ট বসানোর কাজ হচ্ছে। তবে এ কাজে বাধা দেয় পাকিস্তানি বাহিনী। আর এখান থেকে সংঘর্ষের সূত্রপাত। তবে আফগানিস্তানের তরফ থেকে হামলার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তালেবান সরকার।
এ নিয়ে কান্দাহার পুলিশের মুখপাত্র হাফিজ সাবের বলেন, পাল্টা হামলায় প্রাণ গেছে এক আফগান নিরাপত্তা সদস্যের। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
এর আগে গত নভেম্বরেও সংঘাত ছড়ায় পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে। ওই সংঘাতের কারণে ৮ দিন বন্ধ ছিল চমন সীমান্ত।
এসজেড/
Leave a reply