বিক্ষোভে উত্তাল পেরু, সংঘর্ষে রণক্ষেত্র রাজধানী

|

বিক্ষোভ সহিংসতায় এখনও উত্তাল পেরু। রোববার আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী লিমা। খবর রয়টার্সের।

রাজধানীর বাইরেও বিভিন্ন শহরে ছড়ায় বিক্ষোভ। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর মুক্তির দাবিতে রাজপথে নামে হাজার হাজার মানুষ। অভ্যন্তরীণ একটি বিমানবন্দরে হামলা চালায় উত্তেজিত জনতার একটি দল। পুলিশ স্টেশনে অগ্নিসংযোগের ঘটনাও হয়।

রাজধানী লিমায় সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হয় কাস্তিলোর সমর্থকরা। আগাম নির্বাচনের দাবি জানান তারা। শ্লোগান দেন নতুন প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বিরুদ্ধে। মিছিল নিয়ে পার্লামেন্টের সামনে গেলে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। আন্দোলনকারীদের ছত্রভঙ্গে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। গত বুধবার অভিশংসনের পর ক্ষমতাচ্যুত ও আটক হন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply