সেমিফাইনালে আর্জেন্টিনাকে পূর্ণ সমর্থন দিবো: ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট

|

ছবি: সংগৃহীত

আধুনিক ফুটবল দেখেছে তার বাস্তবিক নিষ্ঠুর চেহারা। এখানে শৃঙ্খলা, পরিকল্পনার কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেয় সুন্দর ফুটবলের দেশ ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় সেলেসাওরা। তবে, সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে পূর্ণ সমর্থন দিবে ব্রাজিল জানিয়েছেন দেশটির ফুটবল ভাইস প্রেসিডেন্ট ফের্নান্দো সার্নে।

চলতি বিশ্বকাপের সেমিফাইনালে এই দুই দলের মুখোমুখি লড়াই দেখার আশায় ছিল ফুটবল বিশ্ব। ব্রাজিল আগেভাগে বিদায় নেওয়ায় সেটা আর হচ্ছে না। তাদের ছিটকে দেওয়া ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।

প্রথম সেমিফাইনালে কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। আগামীকাল দিবাগত রাত ১ টায় শুরু হবে এই মহারণ।

আগের দিন স্পোর্টস সেন্টাল ব্রাজিলে দেশটির ফুটবল সংস্থার ভাইস প্রেসিডেন্ট ফের্নান্দো সার্নে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানান।

ফের্নান্দো সার্নে বলেন, আমাদের একতা বজায় রাখতে হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমরা সবাই আর্জেন্টাইন। আমি আশা করি, তারা বিশ্ব সেরার ট্রফি দক্ষিণ আমেরিকায় নিয়ে আসবে।

বিশ্বকাপ শুরুর পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও একইরকম কথা বলেছিলেন, যদি তারা বিদায় নেন তাহলে ব্রাজিলকে সমর্থন দেবেন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply