বিমানের ‘মেঘদূত’ থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার

|

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘মেঘদূত’ এর ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

গতকাল সোমবার সিঙ্গাপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি বিজনেস ক্লাস সিটের নিচ থেকে অভিনব উপায়ে লুকানো ছয়টি বান্ডিল পাওয়া যায়। যাতে প্রতিটি ১ কেজি ওজনের ১২টি স্বর্ণের বার ছিল। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮ কোটি চল্লিশ লাখ টাকা।
জানা গেছে, বাংলাদেশ বিমান হতে প্রায়ই এমন স্বর্ণের বার উদ্ধার হয়। এ সম্পর্কিত মামলা হলেও সংশ্লিষ্ট কারও নাগাল পায় না ।

এক প্রশ্নের জবাবে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা সানজিদা খানম জানান, বাংলাদেশ বিমানের সাথে এর সংশ্লিষ্টতা আছে কী নেই, সেটি দেখার এখতিয়ার মামলার তদন্ত কর্মকর্তার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply