বলিভিয়ায় স্কুলের সমাপনী অনুষ্ঠানে ভেঙে পড়লো টিনের চাল, নিহত ৭

|

বলিভিয়ার একটি স্কুলে শিক্ষা সমাপনীর আয়োজনের সময় মাথার ওপর ভেঙে পড়লো টিনের চাল। এ ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সোমবার (১২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্থানীয় প্রশাসন। আন্দিয়ান অঞ্চলের প্রত্যন্ত পাহাড়ি এলাকার একটি গ্রামে হয় এ মর্মান্তিক ঘটনা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী লা পাজ থেকে ১শ’ কিলোমিটার উত্তর-পূর্বের গ্রামটিতে বার্ষিক পরীক্ষার ফলাফলের আয়োজনে যোগ দেয় শিশুরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ২৪ জন উপস্থিত ছিল সেখানে। হঠাৎ ভারি শিলার আঘাতে ভেঙে পড়ে টিনের চাল। চাপা পড়ে শিশুসহ অনেকে। পরে উদ্ধার অভিযানে এগিয়ে যায় স্থানীয়রা। শুরুতে ৫টি মরদেহ উদ্ধার করা হয়। কয়েক ঘণ্টা পর উদ্ধার হয় আরও দুটি মরদেহ।

দীর্ঘদিন ধরেই খরায় ভুগছিল আন্দিয়ান অঞ্চল। তবে চলতি সপ্তাহের শুরু থেকেই এলাকাটিতে ভারি বৃষ্টি ও শিলা পড়ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply